বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চিত্রশিল্পী মাহমুদুল হক

  ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০
চিত্রশিল্পী মাহমুদুল হক
চিত্রশিল্পী মাহমুদুল হক

বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হকের তৃতীয় মৃতু্যবার্ষিকী আজ। এ উপলক্ষে রামপালের শ্রীফলতলায় মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের প্রিয় প্রতিষ্ঠান 'আমাদের গ্রাম' ক্যানসার কেয়ার এন্ড রিসার্স সেন্টারে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

২০২২ এই দিনে চিরবিদায় নেন দেশের বরেণ্য এই চিত্রশিল্পী। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন তাকে তার গ্রামের বাড়ি বাগেরহাটের রামপালে দাফন করা হয়।

1

এই শিল্পী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০১০ সালে অবসর গ্রহণ করেন। তিনি ছাপচিত্র বিভাগের প্রধানসহ চারকলা ইনস্টিটিউটের পরিচালক এবং পরে জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে বিদেশে শিল্পী মাহমুদুল হকের শিল্পকর্মের ৩৯টি একক এবং অনেক যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তিনি ২০১৯ সালে জাপানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অব দ্য রাইজিং সান লাভ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে