বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আলীকদমে সড়কে ঝরল তিন প্রাণ

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
আলীকদমে সড়কে ঝরল তিন প্রাণ

বান্দরবানের আলীকদম উপজেলার তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে মোটরসাইকেল ও ডাম্পার (ট্রাক) সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহীর মৃতু্য হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘঘট ঘটে।

নিহতরা হলেন- বেলাল উদ্দিন (৩৫), সৈয়দ আকবর (৩৪) ও মিনহাজ (২২)। সর্ব সাং বাজার পাড়া ২নং ওয়ার্ড আলীকদম সদর ইউপি।

1

পুলিশ ও স্থানীয়রা জানান, আলীকদম থেকে একটি ডাম্পার (ট্রাক) কক্সবাজারের চকরিয়ায় যাচ্ছিল। এ সময় আলীকদমগামী একটি মোটরসাইকেল তারাবনিয়ায় পৌঁছালে ডাম্পারের (ট্রাক) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ আরোহীর মৃতু্য হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, 'ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি ধরা হয়েছে।'

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুলস্নাহ আল মুবিন বলেন, 'একটি দুর্ঘটনায় পরিবারের উপার্জিত ব্যক্তিদের মৃতু্য হয়েছে, নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিহতদের দাফনের জন্য প্রতি পরিবারকে বিশ হাজার টাকা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে