জয়পুরহাটের প্রবীণ সাংবাদিক, জয়পুরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, জয়পুরহাট কোর্টের সাবেক পিপি ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল সোমবার মারা গেছেন লোকান দিব্যান স্ব গচ্ছতু)। তার বয়স হয়েছিল ৭২ বছর।
এদিন বেলা ১১টায় জয়পুরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে তাকে তার গ্রামের বাড়ি আক্কেলপুরে নেওয়া হয়। পরে দুপুর ২টায় জয়পুরহাট শহরের খনজনপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।