দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সরকারি শাহ্ এয়তেবারিয়া কলেজের প্রাক্তন প্রদর্শক (পদার্থ বিজ্ঞান) সুনীল চন্দ্র সরকার (৭৮) রোববার রাতে মারা গেছেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার দুপুরে গয়াবান্ধা শ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রয়াত সুনীল চন্দ্র সরকারের আত্মার শান্তি কামনায় ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন তালোড়া সরকারি শাহ্ এয়তেবারিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ প্রসাদ কানু, সাধারন সম্পাদক দেবব্রত মন্ডল বাপ্পী প্রমুখ।