বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

থানা নির্মাণে রাজউকের জমি বরাদ্দের দাবিতে মানববন্ধন

তুরাগ (ঢাকা) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০
থানা নির্মাণে রাজউকের জমি বরাদ্দের দাবিতে মানববন্ধন
থানা নির্মাণে রাজউকের জমি বরাদ্দের দাবিতে মানববন্ধন

রাজধানীর উত্তরায় থানার স্থায়ী ভবন নির্মাণে রাজউকের জমি বরাদ্দের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। বুধবার বেলা ১১টায় উত্তরা পশ্চিম থানা থানাধীন জমজম টাওয়ার চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কের পাশে রাজউকের ৩১, ৩৩ ও ৩৫নং খালি পস্নটে আবাসিক কিংবা বাণিজ্যিক ক্যাটাগরিতে বরাদ্দ না দিয়ে বরং এলাকার শান্তি ও আইনশৃঙ্খলার স্বার্থে পস্নটগুলো উত্তরা পশ্চিম থানার স্থায়ী ভবন নির্মাণে বরাদ্দ দেওয়ার দাবি জানান।

'উত্তরার সচেতন নাগরিকবৃন্দ' ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই ওই পস্নটগুলো উত্তরা পশ্চিম থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে আবেদন জানানো হয়েছে। কিন্তু, ৫ আগস্টর পর থেকে রাজউকে ঘাপটি মেরে থাকা কতিপয় আওয়ামী লীগের দোসররা পস্নটগুলোকে বাণিজ্যিক পস্নটে রূপ দিতে মরিয়া হয়ে উঠেছে। এরই প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়েছে বিভিন্ন সেক্টরের বাসিন্দারা।

মানববন্ধনে অংশ নেওয়া সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নেতা ফিরোজ জামান বলেন, 'বর্তমানে উত্তরা পশ্চিম থানা ১১ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় পরিচালিত হচ্ছে। অথচ, থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য রাজউকের এই পস্নটগুলো বরাদ্দ চাওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। শুনেছি এই পস্নটগুলোকে বাণিজ্যিক পস্নটে রূপ দেওয়ার চেষ্টা করছে রাজউকের একটি সিন্ডিকেট। এমনটা কিছুতেই মেনে নেওয়া হবে না।'

সেক্টরের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা আলাউদ্দিন আহমেদ জানান, উত্তরা মডেল টাউনের মতো এলাকায় থানার জন্য স্থায়ী কোনো জায়গা থাকবে না এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। এলাকাবাসীর সুবিধার্থেই রাজউকের উচিত এই পস্নটগুলো উত্তরা পশ্চিম থানার ভবন ও কার ডাম্পিংয়ের জন্য বরাদ্দ দেওয়া।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, 'যতটুকু শুনেছি এই দাবিটা এলাকাবাসীর দীর্ঘদিনের। এটা সঠিক যে থানার কার্যক্রম ভাড়া বাড়িতে পরিচালিত হওয়ায় নাগরিকদের গাড়ি পার্কিংয়ে কিছুটা অসুবিধা হয়। তবে স্বল্প পরিসরের মাঝেও আমরা চেষ্টা করছি নাগরিকদের আইনি অধিকার নিশ্চিত করার।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে