সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

রমজানে মাসজুড়ে থাকবে  বিএনপির নির্বাচনী প্রস্তুতি 

লন্ডনেই ঈদ করবেন খালেদা জিয়া
যাযাদি রিপোর্ট
  ০২ মার্চ ২০২৫, ০০:০০
রমজানে মাসজুড়ে থাকবে  বিএনপির নির্বাচনী প্রস্তুতি 
BNP

পবিত্র মাহে রমজানকে এবারও সাংগঠনিক মাস হিসেবে কাজে লাগাতে চায় বিএনপি। ইফতারসহ নানা কর্মসূচির মাধ্যমে আসন্ন নির্বাচন ঘিরে তৎপরতা চালাবে দলটি। এরই মধ্যে দলের মনোনয়ন প্রত্যাশীরা নিজ এলাকায় সাধারণ মানুষের সমর্থন ও দোয়া পেতে তৎপরতা শুরু করেছেন। দেশব্যাপী শুরু হয়েছে ইফতার মাহফিল আয়োজনের তোড়জোর।

বিএনপির কয়েকজন নেতা জানান, পরিবর্তিত পরিস্থিতিতে নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখা বিএনপির অন্যতম টার্গেট। সেইসঙ্গে বরাবরের মতো এবারও গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারে ঈদ উপহারসামগ্রী পাঠানো হবে। এক্ষেত্রে জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবার ও ক্ষতিগ্রস্ত পরিবারকেও সহযোগিতা করার পরিকল্পনা আছে বিএনপির।

জানা গেছে, কেন্দ্রীয়ভাবে কয়েকটি ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি। ইতোমধ্যে ৪টির সূচি চ‚ড়ান্ত হয়েছে। এর মধ্যে আজ প্রথম রোজায় এতিম ও আলেমদের সম্মানে, ৬ মার্চ ক‚টনীতিক এবং ৯ মার্চ রাজনীতিবিদদের সম্মানে পৃথকভাবে ইফতার মাহফিল হবে। পাশাপাশি আরও একটি ইফতার হবে কেন্দ্রীয়ভাবে। যেটির দিন এখনো চ‚ড়ান্ত হয়নি। এবার নতুন রাজনৈতিক দল- জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকেও স্বাগত এবং আমন্ত্রণ জানাবে দলটি। বিগত সময়ে দলীয় এসব কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকলেও গত ৬ বছর ধরে তিনি থাকতে পারেননি। হ পৃষ্ঠা ২ কলাম ৬

দুই রাজনৈতিক মামলায় তাকে কারাগারে থাকতে হয়েছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট তিনি মুক্তি পেলেও চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। সেখানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এবারের রোজার ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।

বিএনপি নেতাকর্মীরা জানান, অন্তর্বর্তী সরকার এখনো নির্বাচনের রূপরেখা ঘোষণা করেনি। এরই মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাহউদ্দিন আহমেদ শনিবার এক অনুষ্ঠানে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টাকে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না দেওয়া হলে রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন তিনি।

তারা জানান, যদি নির্বাচন নিয়ে কোনো তালবাহানা হয় সেক্ষেত্রে আবারও তাদের রাজপথের কর্মসূচিতে যেতে হতে পারে। এই পরিস্থিতিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় এবং উজ্জীবিত রাখতে রমজান মাস হতে পারে একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ইফতার মাহফিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা যাবে। এক্ষেত্রে নেতাকর্মীদের আরও সক্রিয় ও সংঘবদ্ধ রাখতে পবিত্র রোজার মাসে সারাদেশে ইফতার মাহফিল আয়োজন করবেন সংশ্লিষ্টরা। গত বছরও সারাদেশে তৃণমূলে একেবারে ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়েও ইফতার মাহফিলের আয়োজন করেছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সবমিলিয়ে প্রায় এক হাজারের বেশি ইফতার মাহফিল করা হয়েছিল। যদিও বেশিরভাগ স্থানেই বাধা ও হামলার শিকার হতে হয়েছিল। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।

নেতাকর্মীরা জানান, ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পুরো চিত্র পাল্টে গেছে। এবার তারা নির্বিঘেœ রোজা ও ঈদ উদযাপন করতে পারবেন বলে প্রত্যাশা করছেন। এর সঙ্গে বাড়তি হিসেবে আসন্ন জাতীয় নির্বাচনকে টার্গেট করে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীর এলাকায় অবস্থান করাকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন তারা। নেতাকর্মীরা মনে করছেন- এর মধ্য দিয়ে নেতার আর কর্মীদের মধ্যে একটা সংযোগ সেতু স্থাপন হবে। বিগত দিনে যেসব নেতারা এলাকায়ও আসতেন না তাদেরও দেখা যাবে।

জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রোজার মাসে সাধারণত মানুষ ধর্মকর্ম নিয়েই ব্যস্ত থাকেন। যেটা বিগত দিনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অলিখিত নিষেধাজ্ঞা ছিল। যেখানেই নেতাকর্মীরা ইফতার মাহফিলের আয়োজন করতেন সেখানেই বাধা দেওয়া হতো। তবে শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি অনেকটাই ভিন্ন। অতীতের ধারাবাহিকতায় অন্য বছরের মতো এবছরও আমাদের ইফতার মাহফিলের আয়োজন থাকবে। সেটি কেন্দ্র থেকে তৃণমূলেও হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে