শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
আশুলিয়ায় আগুন

সুমাইয়ার মা-বাবা ভাই কেউ রইল না

যাযাদি ডেস্ক
  ০২ মার্চ ২০২৫, ০০:০০
সুমাইয়ার মা-বাবা ভাই কেউ রইল না

ঢাকার আশুলিয়ায় বৈদু্যতিক গোলযোগ থেকে লাগা আগুনে দগ্ধদের মধ্যে শোয়াইদ ইবনে তাহমিদ নামে চার বছর বয়সী এক শিশুর মৃতু্য হয়েছে। শনিবার দুপুর দেড়টায় তার মৃতু্য হয় বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, 'আগুনে তার শরীরের ২৭ শতাংশ পুড়ে গিয়েছিল।'

শোয়াইদের মৃতু্যতে তার পরিবারের তিনজন মারা গেলেন। তার তিন মাস বয়সী বোন সুমাইয়াও ওইদিনের আগুনে দগ্ধ হয়েছিল। পরিবারের সেই কেবল এখন বেঁচে রয়েছে।

গত ১৪ ফেব্রম্নয়ারি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় একটি বাসায় বৈদু্যতিক গোলযোগ থেকে আগুন লেগে তিন শিশুসহ ১১ জন দগ্ধ হয়। দগ্ধরা হলেন- জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৫), সূর্য বানু (৫০), সোহেল মিয়া (৩৮), সুমন মিয়া (৩২), শিউলি আক্তার (৩২), শারমিন আক্তার (৩৫), শামিম (১৫), মাহাদী (৭), শোয়াইদ (৪) ও সুমাইয়া (৩ মাস)।

দগ্ধ এগারো জনকে সেদিন গভীর রাতে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড পস্নাস্টিক সার্জারি ইনস্টিস্টিউটে আনা হয়। ওইদিনের আগুনে শোয়াইদের বাবা সুমনের শরীরের ৯৯ শতাংশ, মা শারমিনের শরীরের ৪২ শতাংশ এবং বোন সুমাইয়ার শরীরের ৯ শতাংশ পুড়ে যায়। ১৬ ফেব্রম্নয়ারি ভোরে মারা যান সুমন; শারমিনের মৃতু্য হয় তিন দিন পর ১৯ ফেব্রম্নয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে