রমজানের এক সপ্তাহ যেতে না যেতেই কমেছে সবজির দাম। গত সপ্তাহে সবজির দাম দুই দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ হওয়ার পর চলতি সপ্তাহে কিছুটা কমেছে। সেই সঙ্গে কমেছে মুরগির মাংস, ডিমসহ বেশ কিছু পণ্যের দাম। তবে দাম কমলেও তা খুব একটা বেশি নয়। এই দাম কমা তেমন সন্তুষ্টি আনতে পারেনি ক্রেতাদের মধ্যে। এদিকে সবজি-মুরগি-ডিমের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে মুদিপণ্যের দাম। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে দামের এই তারতম্য লক্ষ্য করা গেছে।
গত সপ্তাহের তুলনায় বাজারে বেশ কিছু সবজির দাম কমেছে। তবে এরপরও সবজির দাম কম এমনটা বলা যাচ্ছে না। বাজারে প্রতি কেজি টক টমেটো ৩০ টাকা, দেশি গাজর ৪০ টাকা, শিম ৫০-৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, সাদা গোল বেগুন ৭০ টাকা, কালো গোল বেগুন ৮০ টাকা, শসা ৫০-৮০ টাকা, উচ্ছে ৮০ টাকা, করলা ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, মুলা ৫০ টাকা, শালগম ৩০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, সজনে ২০০ টাকা, পটোল ১০০-১২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁয়াজকলি ৪০ টাকা, কচুর লতি ১০০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৮০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০ টাকা, লেবু বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা করে।
এক্ষেত্রে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজিতে টক টমেটোর দাম কমেছে ১০ টাকা, লম্বা বেগুনের দাম কমেছে ২০ টাকা, শসার দাম কমেছে ২০-৩০ টাকা, উচ্ছের দাম কমেছে ২০ টাকা, ঢেঁড়সের দাম কমেছে ২০ টাকা, পটোলের দাম কমেছে ২০ টাকা, চিচিঙ্গার দাম কমেছে ২০ টাকা, ধুন্দলের দাম কমেছে ২০ টাকা, বরবটির দাম কমেছে ২০ টাকা। এছাড়া প্রতি পিস চাল কুমড়ার দাম কমেছে ১০ টাকা; আর হালিতে লেবুর দাম কমেছে ১০ টাকা। আর আজকে প্রতি কেজিতে মুলার দাম বেড়েছে ১০ টাকা, ধনেপাতার দাম বেড়েছে ২০ টাকা এবং প্রতি পিস ফুলকপির দাম বেড়েছে ১০ টাকা করে। এছাড়া অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত।
সবজি বিক্রেতারা বলছেন, সবজির দাম গত সপ্তাহে হুট করেই বেড়ে গিয়েছিল। তবে এখন দাম অনেক কমেছে। রোজার শুরু হবে বলেই বাজারে চাহিদা বেশি ছিল, তাই তখন দাম বেড়েছিল। এখন বাজার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এখন দাম বাড়ার তেমন সম্ভাবনাও নেই। তবে যেসব সবজির মৌসুম শেষ বা নতুন করে আসছে সেগুলোর দাম কিছুটা বাড়তি আছে। কিছু দিন গেলে সেগুলোও কমে যাবে বলে জানান বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন, আমাদের দেশের ব্যবসায়ীদের অনেক ঝামেলা আছে। তারা কারণ ছাড়াই হুটহাট দাম বাড়িয়ে দেয়। রোজা আসছে বলে দাম বেড়ে গেলো, এটা কোনও কারণ হতে পারে?
\হতাদের অভিযোগ, গত সপ্তাহের থেকে সবজির দাম কিছুটা কমেছে। তবে এটাকে দাম কমানো বলে না। আপনি একবারে পঞ্চাশ টাকা বাড়িয়ে তারপর দশ টাকা কমিয়ে বলবেন যে দাম কমেছে, এটা হবে না। রোজা শুরুর দুদিন আগেও লম্বা বেগুনের দাম ছিল ৫০/৬০ টাকা; সেটি হয়ে গেলো ১২০ টাকা। এখন ১০০ টাকা দাম রেখে আপনি দাম কমেছে এটা বলতে পারেন না।