ঝিনাইদহ প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও ডেইলি অবজাভারের জেলা প্রতিনিধি জাফর উদ্দীন রাজুর মাতা জাহানারা বেগম শনিবার বিকালে নিজ বাসভবনে মারা গেছেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ৪ পুত্র, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার রাতে আরাপপুর মডেল মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে ঝিনাইদহ পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে, সাংবাদিক রাজুর মায়ের মৃতু্যর খবর পেয়ে ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাড. আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলমসহ বিভিন্ন নেতারা মরহুমার বাসভবনে ছুটে যান।
ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম ও সম্পাদক আলাউদ্দীন আজাদ পৃথক এক শোক বার্তায় সাংবাদিকের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
হঝিনাইদহ প্রতিনিধি