শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

স্বপ্ন জয়

আবদুল কাদির জীবন
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
স্বপ্ন জয়

মনের ভেতর থাকে যদি

শক্তি-সাহস, জয়

রুখতে পারে কে তোমারে

কে দেখাবে ভয়।

আমরা তরুণ লড়াই করি

বীর সেজেছি বীর

বিজয়টাকে ছিনিয়ে আনি

তাক করেছি তীর।

নতুন করে দেশটা আমার

চাই সাজাতে চাই

আমরা তরুণ এক হয়েছি

ভয় বাঁধা আর নাই।

শপথ করি সবাই মিলে

গরব নতুন দেশ

সবাই পাবে নতুন করে

নতুন পরিবেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে