অজপাড়া গাঁর ছেলে আমি ট্রেন চড়েনি আগে,
ট্রেনের গল্প শুনলে মনে চড়ার ইচ্ছা জাগে।
বাবা গ্রামের গরিব চাষা যায় না শহর ঘাটে,
আত্মীয়-স্বজন নেই তো কোনো সুদূরের তলস্নাটে।
দূরে কোথাও যাইনি বলে হয়নি ট্রেনে চড়া,
বাবা বলত পারবে সবই শিখলে লেখাপড়া।
সেই ভরসায় থাকতে হঠাৎ একটা সুযোগ এলো,
পাশের বাড়ির কর্তার ছেলে শিক্ষাবৃত্তি পেল।
যাবে দূর দেশ বোঝাপত্র সঙ্গে নিয়ে যেতে,
আমায় তারা সাথে নিল বোঝাপত্র ব'তে।
যেভাবেই হোক যাচ্ছি আমি ট্রেনে চড়ার শখে,
বস্তা মাথায় ছুটছি আমি স্টেশনের ডকে।
আঃ কি সুন্দর! ট্রেনস্টেশন ভরা নানান লোকে,
ট্রেনটা এলো দাঁড়াশ সাপের মতো এঁকে বেঁকে।
বগির পরে বগি জোড়া উঠলাম আমরা ছ-এ,
ট্রেনটা ছাড়লে ভাবছি আমি চলছি বিশ্বজয়ে।
ঝপাং ঝপাং শব্দ কানে ছন্দে তালে বাজে,
জানলা দিয়ে দেখছি পাশের সবই যাচ্ছে পাছে।
কী আনন্দ হচ্ছে মনে ট্রেনের বেঞ্চে বসে
ট্রেন চড়ার শখ পূরণ হলো শেষে মুটের বেশে।