বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হারিয়েছে

এম এইচ মুকুল
  ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
হারিয়েছে

হারিয়েছে কুল কুড়ানোর

সাধের ছোটবেলা,

হারিয়েছে হা-ডু-ডু আর

কানামাছি খেলা।

ডাংগুলিটাও হারিয়েছে

আরও নাটাই ঘুড়ি,

হারিয়েছে কলা পাতার

বাঁশির সুরাসুরি।

হারিয়েছে নারকেল পাতার

চশমা দামি ঘড়ি,

হারিয়েছে সওদা করার

কাঁঠাল পাতার কড়ি।

হারিয়েছে চড়ুইভাতির

মিছে খাওয়া দাওয়া,

হারিয়েছে পুতুল বিয়ের

গয়না শাড়ি চাওয়া।

হারিয়েছে সেই তো কবে

সোনার সেদিনগুলো,

চোখের সামনে ভেসে বেড়ায়

কেমন করে ভুলি?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে