দাদাবাড়ি তাড়াতাড়ি যেতে হবে যদ্দুর
মারামারি কাড়াকাড়ি পোউষের রোদ্দুর।
পড়াশোনা আনাগোনা থাকবে না মাস্টার
বইখাতা স্বাধীনতা তোলা থাক ডাস্টার।
মোরগের কুকুরের ঘুম ভাঙ্গা সকালে
ম্যেউ ম্যেউ খ্যেউ খ্যেউ কলরব নিখিলে।
দিন কাটে মাঠেঘাটে কত কাজ বাগাড়ে
গাছতলা খেলাধূলা ধানকাটা ভাগাড়ে।
সন্ধ্যায় জানালায় আলো দেয় জোনাকে
চুপিসায় ইশারায় ডাক দেবে তোমাকে।
লুকোচুরি ধরাধরি মিটিমিটি আঁধারে
সব ভাই লুপে নেয় দোষ দেয় দাদারে।
শনশন কনকন শীত আসে বাতাসে
পূর্ণিমা চাঁদমামা সারারাত আকাশে।
বাগবাড়ি হাকছাড়ি শেয়ালেরা কান্নায়
রাতভর নিরালায় বিজয়ের গান গায়।