রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আমার গ্রাম

শারমিন নাহার ঝর্ণা
  ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
আমার গ্রাম

আমার গ্রামটি সবুজ শ্যামল ছবির মতো লাগে

আমার গ্রামটি দেখলে মনে রঙিন ইচ্ছে জাগে,

আমার গ্রামে পথের ধারে সাড়ি সাড়ি গাছ

আমার গ্রামে দিঘি ভরা রংবেরঙের মাছ।

আমার গ্রামে নদীর ধারে ডিঙি নৌকা বাঁধা

আমার গ্রামে আকাশ জুড়ে উড়ছে যে মেঘ সাদা,

আমার গ্রামে বিলে ঝিলে শাপলা ফুলের মেলা

আমার গ্রামে গাছে গাছে পাখি করে খেলা।

আমার গ্রামে মাঠে মাঠে সরিষা ফুলের হাসি

আমার গ্রামে রাখল ছেলে বাজায় মধুর বাঁশি,

আমার গ্রামে সাঁঝের বেলা ঝিঁঝিঁ পোকা ডাকে

আমার গ্রামে জোনাক জ্বলে সবুজ পাতার ফাঁকে।

আমার গ্রামটি দেখলে মনে লাগে পরম শান্তি

আমার গ্রামটি দেখলে আমার দূর হয়ে যায় ক্লান্তি,

আমার গ্রামের আলো বাতাস জুড়ায় আমার প্রাণ

আমার গ্রামের রূপের বাহার প্রভুর অপার দান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে