কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের শরীফপুর বড়হাটিতে অগ্নিকান্ডে ৩৬টি পরিবারের বসতঘরসহ ৬৭টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এলাকাবাসী জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি বন্ধ ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘনবসতি হওয়ায় ৩২টি পরিবারের ৬৭টি ঘর পুড়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমাছ উদ্দিন ও ইউপি চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস।
ইউএনও মো. রফিকুল আলম জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তালিকা করে জমা দেবেন। তালিকা পেলে সরকারিভাবে সহযোগিতার জন্য জেলায় পাঠানো হবে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd