রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্ষুদ্র চা চাষিদের নিয়ে ভার্চুয়াল প্রশিক্ষণ

পঞ্চগড় প্রতিনিধি
  ১৫ জুন ২০২১, ০০:০০
ক্ষুদ্র চা চাষিদের নিয়ে ভার্চুয়াল প্রশিক্ষণ

পঞ্চগড়ে জুম অ্যাপের মাধ্যমে ছয় জেলার চা চাষিদের নিয়ে 'বৈজ্ঞানিক পদ্ধতিতে চা পাতা চয়ন পদ্ধতি' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে 'এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন নর্দান বাংলাদেশ' প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন ক্ষুদ্র চা চাষি অংশগ্রহণ করেন।

পঞ্চগড়স্থ বাংলাদেশ চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুনের সঞ্চালনায় কর্মশালায় মূল রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহম্মদ।

ভার্চুয়াল কর্মশালায় আরও সংযুক্ত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের লালমনিরহাট প্রকল্পের পরিচালক মো. আরিফ খান, বান্দরবানের সিএইচটি প্রকল্পের পরিচালক সুমন সিকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে