নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে জাদুঘর উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।
জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার, আরডিসি মো. সেলিম মিঞা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসানসহ জেলার সব ইউএনও এবং উপজেলা সহকারী কমিশনার ভূমিবৃন্দ।
ভূমি জাদুঘর উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস বলেন, 'প্রধানমন্ত্রীর এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড অর্জন আমাদের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ক্ষেত্রেই আমাদের বিস্ময়কর সাফল্য অর্জন সম্ভব হয়েছে।'