শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভালুকায় আমনের বাম্পার ফলন, ব্যস্ত কৃষক

ম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২১, ০০:০০

আমন ধানের ম ম গন্ধ আর গ্রামের সবুজ মাঠ এখন পাকা ধানে ভরপুর। কৃষকের ওঠান-মাঠে এখন সোনা রাঙা আমন ধান গড়াগড়ি খাচ্ছে, চলছে ধান কাটার মহোৎসব। বাড়ির আঙিনায় নতুন ধান মাড়াইয়ে মহাব্যস্ততায় দিন কাটছে কৃষকের।

একদিকে ধান কাটা হচ্ছে, অপরদিকে ধান মাড়াই করা হচ্ছে। এমন চিত্র দেখা গেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ, কাচিনা, পারুলদিয়া, হবিরবাড়ী, মনোহরপুর, ধীতপুর, উথুরা, বাদেপুরুড়া, কাঁশরসহ বিভিন্ন এলাকায়।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, আমন ধান মাড়াইয়ের কাজে মহাব্যস্ততায় দিন কাটছে কৃষকের, কেউ কাটছেন, কেউবা আঁটি বাঁধছেন। পরে মাথায় করে নিয়ে কেউ ওঠানে কিংবা গ্রামের পাকা সড়কে ধান মাড়াই করে শুকিয়ে নিচ্ছেন। সড়কগুলোও যেন হয়ে উঠেছে ধান মাড়াইয়ের উপযুক্ত স্থান। মূলত বৃষ্টিনির্ভর আমন ধান, পর্যাপ্ত বৃষ্টি হলে ফলন ভালো হয়। চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে। ভালো ফলনে কৃষকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। হাট-বাজারে ধানের দামও ভালো। উৎসাহ আর তৃপ্তির আমেজে চলছে কৃষকের ধান মাড়াইয়ের কাজ। হিসাব কষে এবার লাভের কথাই বলছেন তারা।

গ্রামে গ্রামে নবান্নের আনন্দে নতুন ধান ঘরে তুলতে কৃষক-কৃষানীদের দম ফেলার সময় নেই। এবার চালের বাজার চড়া থাকায় ধানের দাম বেড়েছে। ফলন ভালো হওয়ায় গেল বছরের মতো এবার লোকসানের আশঙ্কা নেই। উপজেলার হবিরবাড়ি গ্রামের কৃষক রমজান আলী বলেন, গত বছরের চেয়ে এ বছর ফলন ভালো হয়েছে। পাশাপাশি ধানের বাজারও চাঙ্গা, তাই লাভ হবে বলে আশাবাদী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, এবার 'ব্রি-৪৯', 'ব্রি-৫১', 'রনজিত', আগভাগে পেকেছে। মোটা জাতের ধানগুলো পাকতে আরও সপ্তাহ খানেক লাগবে। এবার প্রতি একরে ফলন হয়েছে ৫০-৫৫ মণ। সরকারি বাজার মূল্য ১০৮০ টাকা মণ থাকলেও বিভিন্ন ঝামেলার কারণে এলাকায় ৯৫০-১০০০ টাকা দরে বিক্রি করছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহাম্মদ জানান, কৃষিবান্ধব এই সরকার সঠিক সময় ধানের বাজার মূল্য ঘোষণা করেছে। সরকার আমন ধানের বাজার মূল্য ১০৮০ টাকা নির্ধারিত করেছে। আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে কারও মাধ্যম ছাড়াই ধান সংগ্রহ করব। এতে কৃষকরা তাদের ঘাম ঝরানো ফসলের ন্যায্য মূল্য পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে