বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে নারী নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, যশোর
  ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

যশোরে তিন জেলার ৩৫ নারী দলনেতাকে নিয়ে 'নারী নির্যাতন প্রতিরোধে করণীয়' বিষয়ক মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উলাসী সৃজনী সংঘের নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন উই প্রজেক্টের আওতায় স্থানীয় এনজিও ফোরাম রিজিওনাল প্রশিক্ষণ সেন্টারে মঙ্গলবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘ'র নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। প্রশিক্ষণটি ফ্যাসিটিটেশন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্তী। বশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর উপপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।

এ সময় বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা এস এম মন্‌জুরুল হক, যুব-উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার জাকির হোসেন, প্রেস ক্লাব যশোরের যুগ্ম সম্পাদক মিলন রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজনীন সুলতানা জেনি, ফরিদপুর রিজিওনাল কো-অর্ডিনেটর মো. আজিম উদ্দিন রিজিয়ন, যশোর রিজিওনাল কো- অর্ডিনেটর মো. আনিছুজ্জামান প্রমুখ। যশোর, খুলনা এবং ফরিদপুর জেলার ৩৫ নারী দলনেতাকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং টিএক্স বাংলাদেশের অর্থায়নে উলাসী সৃজনী সংঘ প্রজেক্টটি বাস্তবায়ন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে