শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমলয় পদ্ধতিতে ধান রোপণের উদ্বোধন

ম মেহেরপুর প্রতিনিধি
  ২০ জানুয়ারি ২০২২, ০০:০০

'মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার' এ প্রতিপাদ্যে মেহেরপুরে কৃষিকে আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বোরো মৌসুমে সমলয় পদ্ধতিতে বোরো ধান রোপণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার সীমান্তবর্তী নবীননগর গ্রামের মাঠে প্রধান অতিধি হিসেবে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৃধা মো. মোজাহিদুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. সামসুল আলম, অতিরিক্ত উপ-পরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন, কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজামান প্রমুখ।

এই পদ্ধতিতে চাষ করলে চাষিদের ধান আবাদের ৪০% খরচ কম হবে এবং উৎপাদন বেশি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে