সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মৌলভীবাজারে পানি নিষ্কাশন না হওয়ায় ফের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ০৮ আগস্ট ২০২২, ০০:০০
মৌলভীবাজারে পানি নিষ্কাশন না হওয়ায় ফের মানববন্ধন
মৌলভীবাজারে পানি নিষ্কাশনের দাবিতে হাওড় রক্ষা সংগ্রাম কমিটির মানববন্ধন -যাযাদি

কাউয়াদীঘি হাওড়ে পানি বৃদ্ধিতে এবার ফুঁসে উঠেছে মৌলভীবাজার হাওড় রক্ষা সংগ্রাম কমিটি। সম্প্রতি জেলা শহরে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়ার পর কোনো প্রতিকার না পেয়ে শনিবার আবার মানববন্ধন করেন তারা।

হাওড় রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে ও সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রাজন আহমেদের সঞ্চালনায় মৌলভীবাজার চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন হাওড় অঞ্চলের ভুক্তভোগী কৃষক, হাওড় রক্ষা সংগ্রাম কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাংবাদিক, রাজনৈতিক এবং ছাত্র নেতারা।

মানববন্ধন থেকে বক্তারা কাউয়াদীঘি হাওড়ের দুর্ভোগ নিরসনে প্রশাসনকে যথাযথ দায়িত্ব পালন করার দাবি জানান।

জানা যায়, মনু সেচ প্রকল্পের অধীনে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওড়ের ১৯ হাজার ২২৮ হেক্টর চাষযোগ্য জমির বন্যা পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার জন্য ১৯৭৫-৭৬ সালে পাম্প নির্মাণ করা হয়। বর্তমানে পাম্পের ৮টি মেশিনের মধ্যে মাত্র দু'টি চালু রয়েছে। মাত্র দু'টি মেশিন দিয়ে বিশাল এই হাওড় থেকে যতসামান্য পানি নিষ্কাশন করায় রোপা আমন চাষ ব্যাহত হচ্ছে। এরই প্রতিবাদে ওই কমিটি মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে