বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশজুড়ে নানা আয়োজনে জন্মাষ্টমী উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন।
ম স্বদেশ ডেস্ক
  ২০ আগস্ট ২০২২, ০০:০০
কুমিলস্নার চৌদ্দগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা -যাযাদি

দেশজুড়ে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন।

জন্মাষ্টামী উপবাস, পূজা-অর্চনা ও নামকীর্তনসহ বিভিন্ন আচার-উপাচার পালন করবেন হিন্দু সম্প্রদায়। এছাড়া ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হয়।

স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সাগর কুমার রায়, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডা. এন সি বাড়ই।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। উৎসব উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট ব্যেমকেশ ভট্টাচার্য্যের সভাপতিত্বে এবং উৎপল ভট্টাচার্য্যের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল।

স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, শোভাযাত্রার নেতৃত্ব দেন জাতীয় হিন্দ্র মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়, সহ-সভাপতি সঞ্জয় কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপুল রায়, কোষাধ্যক্ষ পরেশ রায়, পলাশবাড়ী ইউনিয়ন সভাপতি ঠাকুর দাস রায়, খাতামধুপুর ইউনিয়ন সভাপতি রামকৃষ্ণ রায় প্রমুখ।

পাবনা প্রতিনিধি জানান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজয় কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষের সঞ্চালনায় জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন চক্রবর্তী।

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি জানান, আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম কুমার ঘোষ, পাংশা উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি, সাবেক জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কালীপুর কৃষ্ণদু্যতি সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি, কালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন. ম শাহাদত আলম। এ সময় বাবু কেশব পালের সভাপতিত্বে ও সাগর দাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডা. আশীষ কুমার শীল।

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, শোভাযাত্রায় অংশগ্রহণ করেন গোপাল জিউর মন্দির কমিটির সভাপতি শ্রী দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সাবপন দেবনাথ, ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলামিন সৈকতসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হেসেন মীরু। উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক বাবু নান্টু চন্দ দেবনাথের সভাপতিত্বে ও চান্দিশকরা মহাদেব মন্দির কমিটির সভাপতি রুপম সেন গুপ্তের পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, উপজেলা আ'লীগের বন ও পরিবেশ সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, পৌর কমিশনার বদিউল আলম পাটোয়ারী।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ কুমার আগরওয়ালা, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা গোরাচাঁদ অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শ্রী শ্রী দুর্গ মন্দিরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে পবিপ্রবির সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, পূজা পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন ইউএনও শরীফ আসিফ রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কৃষ্ণ ঘোষ, জাতীয় পরিষদের সদস্য প্রফুলস্ন রায়, জেলা কমিটির সভাপতি কৃষ্ণপদ দাস, সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত, জেলার সহসভাপতি রণজিত কুমার ঘোষ, শোভা রানী হালদার, পুলিশের এসআই লক্ষ্ণণ কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান মনোজিত বালা, ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, দশভূজা বাড়ি মন্দির চত্বরে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সহ-সভাপতি স্বপন স্যানাল, সদস্য বিপস্নব মজুমদার, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, পৌর কাউন্সিলর এসএম কামরুল হাসান জনি, অ্যাডভোকেট প্রবীর মজুমদার চন্দন।

ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্মসম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমুখ।

ফরিদপুর প্রতিনিধি জানান, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর জেলা পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অসীম কুমার সাহা প্রমুখ।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার সভাপতি মাস্টার আশীষ চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উলস্নাহ চৌধুরী শাহীন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধানসহ হিন্দু ধর্মীয় নেতারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র শহিদুজ্জামান খান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি, অধির চন্দ্র সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক দত্ত, পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অমূল্য আর্য।

নাটোর প্রতিনিধি জানান, শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ হিন্দু নেতারা।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতি?নি?ধি জানান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি হেমেন্দ্র নাথ চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য সুব্রত পাল।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, বাজিতপুর হরিসভার সভাপতি এফএইচপি'র নির্বাহী পরিচালক বাবু কৃষ্ণ চন্দ্র দাস, হরিসভার সাধারণ সম্পাদক দেবদুলাল দাস, পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, হরিসভার কোষাধ্যক্ষ সুমন বণিক, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চূনীলাল দাসসহ তিন সহস্রাধিক নারী পুরুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জানান, দেবিদ্বার পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু মানিক চক্রবর্তী সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিলস্না-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। এ সময় বক্তব্য রাখেন দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃঞ্চ, দেবিদ্বার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অনিল চক্রবর্তী, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু তপন চন্দ্র সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক বাবু পিন্টু কুমার সাহা।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা প্রদক্ষিণ শেষে তারা রূপগঞ্জের গোলাকান্দাইল শ্রী শ্রী গোপাল জিউর মন্দির মাঠে সভা করেন। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত সরকার। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক দীগেন বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী বাবুল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক প্রণব কুমার পাল, উপজেলা পূজা উদযাপন কমিটির শ্রী সংগ্রাম রানা, রিপন চন্দ্র পাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে