বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে নাবালিকা বিয়ে করে হাজতে বর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

চট্টগ্রামের ফটিকছড়িতে জেনেশুনে অপ্রাপ্ত এক মেয়েকে বিয়ে করায় মো. মোরশেদ নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম। এ সময় সুন্দরপুর ইউপির ৯নং ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের খায়রুল বশরের ছেলে মো. মোরশেদকে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। কনেকে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে তার বাবার জিম্মায় দেওয়া হয়। মোরশেদ স্বীকারোক্তি দিয়ে স্বজ্ঞানে বিনা প্ররোচনায় অপ্রাপ্ত মেয়ের সঙ্গে বয়স জ্ঞাত হওয়া সত্ত্বেও বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে বেআইনি কাজ করায় এবং এর স্বপক্ষে ও নিকাহনামা ও হলফনামা তৈরি করে জালিয়াতির আশ্রয় গ্রহণ করার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন।

ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড কামরুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনাকালে ফটিকছড়ি থানা পুলিশ সহায়তা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে