শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

গৌরীপুর ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত এলাকাবাসীর বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৩, ০০:০০
গৌরীপুর ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত এলাকাবাসীর বিক্ষোভ

ময়মনসিংহে গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত রোববার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে স্থানীয় সংসদ সদস্যের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তৃতা দেওয়া নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে তিনি আহত হন। আহত চেয়ারম্যানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সোমবার ছুরিকাঘাতের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এলাকাবাসী পৌর শহর ও থানার সামনে বিক্ষোভ মিছিল করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রস্তুতি সভায় গৌরীপুর আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নীলুফার আনজুম পপিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একপর্যায়ে বক্তব্য দেওয়া নিয়ে হট্টগোল সৃষ্টি হলে দুর্বৃত্তরা চেয়ারম্যানকে ছুরিকাঘাত করে।

চেয়ারম্যান হযরত আলী বলেন, যারা আমাকে ছুরিকাঘাত করেছে তাদের নামসহ বিষয়টি আমি পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জানিয়েছি। গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে