শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিতাসে নিজস্ব নিয়মে চলছে সাব-রেজিস্টার অফিস

জনগণের ভোগান্তি
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

সরকার যেখানে সাধারণ মানুষের সেবাবৃদ্ধি ও যথাযথ সেবা প্রদানে সক্রিয় তখন কুমিলস্নার তিতাসে নিজস্ব নিয়মে চলছে সাব-রেজিস্টার অফিস। প্রতি সপ্তাহে ৫ কর্মদিবসের মধ্যে জমি রেজিস্ট্রেশনের কাজ বন্ধ থাকে ২ দিন। এতে মানুষের ভোগান্তির চরম আকার ধারণ করছে।

\হখোঁজ নিয়ে জানা যায়, ২০০৪ সালে তিতাস উপজেলা প্রতিষ্ঠা হওয়ার পর ২০১৩ সালের পহেলা জুলাই থেকে তিতাসে সাব-রেজিস্টার অফিসের কার্যক্রম শুরু হয়। শুরু থেকে উপজেলা পরিষদ সংলগ্ন একটি ভবনে এর কার্যক্রম চলে। ইতোমধ্যে ১০ জন সাব রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে গেছেন। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ মোমেন মিয়া ২০২০ সালের ২৫ অক্টোবর কর্মস্থলে যোগদান করেন। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এমনকি দলিলের নকল ও মূলকপি গ্রহিতা নিতে চাইলে বাধ্যতামূলক (রশিদবিহীন) দিতে হয় এক থেকে দেড় হাজার টাকা। বিশেষ করে প্রতি সপ্তাহে তিনি রোববার ও বৃহস্পতিবার কর্মস্থলে অনুপস্থিত থাকেন। তবে আগের কোনো সাব-রেজিস্টার এ নিয়মে অফিস পরিচালনা করেননি। এসব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সাধারণ মানুষ অভিযোগ করলেও তাদের অধীন্যস্ত না হওয়ায় তারা ব্যবস্থা নিতে পারছেন না।

বৃহস্পতিবার উপজেলার সাব-রেজিস্টার অফিসে দলিল রেজিস্ট্রি কাজে আসা জয়নাল আবেদীন জানান, 'বুধবার দলিল করার কথা ছিল। হঠাৎ পারিবারিক সমস্যার কারণে কাজটি করতে পারিনি। আজ অফিসে এসে শুনতে পারলাম আগামী সোমবার ছাড়া দলিল রেজিস্ট্রি করা যাবে না।'

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন কবির কাজল বলেন, 'আমরা স্যারকে সপ্তাহের ৫ দিনের মধ্যে দায়িত্ব পালন করতে অনুরোধ করেছি। তবে আমরা ওনার অধিন্যস্ত। বেশি পীড়াপীড়ি করতে পারি না।'

উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ বলেন, 'উপজেলা সাব-রেজিস্টার অফিস আমার অধীন্যস্ত না হওয়ায় আমি কোনো ব্যবস্থা নিতে পারছি না।'

উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, 'সাব রেজিস্ট্রারের বিষয়ে অনেকেই মৌখিক অভিযোগ করেন। তবে বিষয়টি আমি জেলা উন্নয়ন সমন্বয় সভা বা আইনশৃঙ্খলা সভায় উত্থাপন করব।'

এ বিষয়ে উপজেলা সাব-রেজিস্টার মোহাম্মদ মোমেন মিয়া বলেন, 'দলিল লেখক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আমি সপ্তাহে ৩ দিন দায়িত্বপালন করছি। এ বিষয়ে আপনি দলিল লেখক সমিতির সঙ্গে কথা বলতে পারেন।'

কুমিলস্না জেলা রেজিস্ট্রার আনোয়ারুল হক চৌধুরী জানান, 'সাব রেজিস্ট্রারকে সপ্তাহে ৫ দিনই দায়িত্ব পালন করতে হবে। তবে আমি যতদূর জানি দলিল লেখক সমিতির নেতাদের আবদারের উপর ভিত্তি করে ৩দিন দায়িত্ব পালন করছেন। তারপরও বলব এটা ঠিক না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে