বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গাংনীর ইউপি সদস্য হত্যায় বাবা-ছেলের যাবজ্জীবন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ২৪ মার্চ ২০২৩, ০০:০০
গাংনীর ইউপি সদস্য হত্যায় বাবা-ছেলের যাবজ্জীবন

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের ইউপি সদস্য কামাল হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দন্ডিতরা হচ্ছেন- মালেক জোয়ার্দার (৬০) ও তার ছেলে আলমগীর জোয়ার্দার (৩২)।

মামলা সূত্রে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৭ সালে মে মাসের ২৫ তারিখে মালেক জোয়ার্দার ও তার ছেলে আলমগীরসহ অন্য আসামিরা ইউপি সদস্য কামাল হোসেনের বাড়িতে গিয়ে তার ভাই কাফেল উদ্দিনকে মারধর করেন। ঘটনাটি শুনতে পেয়ে কামাল হোসেন বাড়ি আসার সময় আসামিরা তাকে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরিবার ও স্থানীয়রা কামালকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে