বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে ৭ জনের শরীরে করোনা শনাক্ত

যাযাদি ডেস্ক
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০

দেশে এক দিনে সাতজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে এই সময়ের মধ্যে কারও মৃতু্য হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ ১৩ ফেব্রম্নয়ারি দেশে ভাইরাসটিতে ১ জনের মৃতু্য হয়। ফলে টানা ৪২ দিন ধরে করোনায় মৃতু্যহীন বাংলাদেশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার ২৪ ঘণ্টায় ১ হাজার ১২০টি নমুনা পরীক্ষা করে ৭ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৬৩ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪৬ শতাংশ ছিল। ২৪ ঘণ্টায় ১৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৮০১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে