বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম-৮ আসন

মনোনয়নপত্র জমা দিলেন আ'লীগ প্রার্থী নোমান

যাযাদি ডেস্ক
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০
মনোনয়নপত্র জমা দিলেন আ'লীগ প্রার্থী নোমান

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ। সোমবার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। নির্বাচিত হলে বোয়ালখালীর উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি। নোমান বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। দল আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি পালনের চেষ্টা করব।

1

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে