নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণসহ নানা কারণে পাঁচ জেলায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুর, কুষ্টিয়া, দিনাজপুরের ঘোড়াঘাট, চুয়াডাঙ্গার জীবননগর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এসব অভিযান চালানো হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
ফরিদপুর প্রতিনিধি জানান, সরকারের বেঁধে দেওয়া পেঁয়াজের দর তদারকিতে নেমেছে ফরিদপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে জেলার সালথা উপজেলার বালিয়াগট্টি পেঁয়াজ বাজারের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দাম বেশি নেওয়া ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় আড়তদার মেসার্স আব্দুর রব বাণিজ্যালয়কে চার হাজার এবং মেসার্স মালেক ট্রেডার্সকে দুই টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সিদ্দিকুর রহমান ও কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক রইচউদ্দিন প্রমুখ।
কুষ্টিয়া সদর প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় আলু, ডিম ও পেঁয়াজের বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে জেলা কৃষি বিপণন অধিদপ্তর। এ সময় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। সোমবার শহরের পৌর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার, জেলা সিনিয়র কৃষি বিপণন ও বাজার মনিটরিং কর্মকর্তা সুজাত হোসেন খান।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার বলেন, ক্রয়-বিক্রয়ে রসিদ পাওয়া গেলেও একটি দোকানে ভাউচার ও মূল্য তালিকা হালনাগাদ পাওয়া যায়নি। দাম বেশি নেওয়া, ক্রয় ভাউচার মূল্য ও তালিকা হালনাগাদ না থাকায় কাঁচামালের 'উচ্চাশা ভান্ডার' নামের একটি আড়তদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি ভিজিডি কার্ডের চাল কিনে বাড়িতে মজুত রাখায় ৯৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের সোনামুখী দামোদরপুর গ্রামের মনজু রহমানের ছেলে নাসিম মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। এ সময় তিনি বাড়ির বারান্দায় রাখা ৩০ কেজি ওজনের ৯৫ বস্তা চাল জব্দ করেন। অভিযানে তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, জব্দ চাল থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ২৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। পণ্যের মূল্য তালিকা ও বিক্রি রসিদ না থাকায় ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ডের আদেশ দেন আদালতের বিচারক। সোমবার জীবননগরে বাজার তদারকিতে নামেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।
এ সময় তিনি অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় মহিমা চানাচুর কারখানা মালিক সোহরাব হোসেনকে ২০ হাজার টাকা, ডিম ব্যবসায়ী শান্ত কুমারকে দুই হাজার টাকা, কাঁচামাল ব্যবসায়ী লিয়াকত আলীকে তিন হাজার টাকা অর্থদন্ড করেন। এ ছাড়াও বিক্রি রসিদ দেখাতে না পারায় আড়ত ব্যবসায়ী বাবুল আহম্মেদকে এক হাজার ও আল আমিনকে এক হাজার টাকা জরিমানা করেন।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, শায়েস্তাগঞ্জের কাজীরগাও ব্রিজ এলাকায় সুতাং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।