শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
walton

কেন্দুয়ায় সরকারের উন্নয়নের কথা গ্রামবাসীকে জানাতে জনসভার আয়োজন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

নেত্রকোনার কেন্দুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা গ্রামীণ জনপদের মানুষের কাছে তুলে ধরতে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। রোববার উপজেলার ৮ নম্বর বলাইশিমুল ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের গোপালপুর বাজারে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন খসরুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহীদুল আলম শহীদের সঞ্চালনায় এই সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মতিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া। উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মুকুল, সেলিম ভূঁইয়া, ফজলুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে