রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কেন্দুয়ায় সরকারের উন্নয়নের কথা গ্রামবাসীকে জানাতে জনসভার আয়োজন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কেন্দুয়ায় সরকারের উন্নয়নের কথা গ্রামবাসীকে জানাতে জনসভার আয়োজন

নেত্রকোনার কেন্দুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা গ্রামীণ জনপদের মানুষের কাছে তুলে ধরতে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। রোববার উপজেলার ৮ নম্বর বলাইশিমুল ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের গোপালপুর বাজারে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন খসরুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহীদুল আলম শহীদের সঞ্চালনায় এই সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মতিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া। উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মুকুল, সেলিম ভূঁইয়া, ফজলুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে