সড়ক দুর্ঘটনায় মাদারীপুরে এক অটোরিকশা চালক, টাঙ্গাইলে দুই মোটর সাইকেল আরোহী ও ময়মনসিংহের তারাকান্দায় দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। বুধবার প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিপস্নব শিকদার (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মহিষেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক মাদারীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পানিছত্র এলাকার সালমান শিকদারের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাতে কয়েকজন যাত্রী নিয়ে বিপস্নব সিকদার মহিষেরচর এলাকা থেকে শহরে ফিরছিলেন। এ সময় অপর দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বিপস্নব সিকদার। স্থানীয়রা তাকে দ্রম্নত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, 'প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের মৃতু্য হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভূঞাপুর লিংক রোডে বাসের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী গ্রামের ইসমাইল হোসেন (৫৫) ও চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দড্ডা গ্রামের মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুজনেই বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানে চাকরি করতেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই লিটন মিয়া বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব পরিবহণের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে একটি মোটর সাইকেল ভূঞাপুর লিংক রোড থেকে মহাসড়ক পাড় হওয়ার সময় বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল ও মাসুদুরের মৃতু্য হয়। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছে।
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় আঞ্চলিক সড়কে ট্রাক ও মাহেন্দ্র ট্রলির সংঘর্ষে দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলেন-হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের রাজিব মিয়া (২৫) ও কুরুয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সাব্বির হোসেন (১৫)। মঙ্গলবার ময়মনসিংহ নেত্রকোনা আঞ্চলিক সড়কের খিচা (ভান্ডারীর মোড়) নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তারাকান্দা থানার এসআই আব্দুল মালেক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে রাতেই শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।