শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
টেকনাফের ৫ মাদক বিক্রেতা চাঁদপুরে গ্রেপ্তার

অস্ত্র-গুলি ও মাদকসহ ছয় জেলায় গ্রেপ্তার ১৭

স্বদেশ ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
অস্ত্র-গুলি ও মাদকসহ ছয় জেলায় গ্রেপ্তার ১৭

ছয় জেলায় অস্ত্র-গুলি ও মাদকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে কক্সবাজারের টেকনাফের ৫ মাদক বিক্রেতাকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বাকি অপরাধীদের ভোলা, নেত্রকোনার দুর্গাপুর, ময়মনসিংহের হালুয়াঘাট, মেহেরপুরের গাংনী ও জামালপুরের বকশীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, ভোলা জানিয়েছেন, ভোলায় এক?টি বি?দেশী পিস্তল ও তিন রাউন গু?লিসহ সবুজ ওরফে জু?য়েল মোলস্না (২৪) না?মে এক যুব?কে গ্রেপ্তার করে?ছে পু?লিশ। গ্রেপ্তারকৃত যুবক বা?গেরহাট জেলার মংলা থানা এলাকার শহিদুলস্নাহর ছে?লে।

বুধবার ভোলা ম?ডেল থানায় এক সংবাদ স?ম্মেল?নে ভোলার অ?তি?রিক্ত পু?লিশ সুপার (সদর সা?র্কেল) রিপন কুমার সরকার জানান, গোপন সংবা?দের ভিত্তিতে মঙ্গলবার বি?কা?লে সদর উপ?জেলার চর সামাইয়া ইউ?নিয়?নের চর ছিফ?লি গ্রা?মে পু?লিশ অ?ভিযান চালায়। এ সময় অস্ত্রধারী পু?লিশ?কে দে?খে পালানোর চেষ্টা করলে তাকে এক?টি বি?দেশি অস্ত্র ও তিন রাউন্ড গু?লিসহ গ্রেপ্তার করা হয়। প্রাথ?মিক জিজ্ঞাসাব?া?দে ওই যুবক স্বীকার ক?রেন, গত ১৫ সেপ্টেম্বর তিনি ভোলায় অস্ত্র ও গু?লি নি?য়ে আ?সেন। কিন্তু কি উ?দ্দে?শ্যে আ?সেন সে?টি এখনো স্বীকার ক?রেন?নি। তার বিরু?দ্ধে ভোলা মডেল থানায় অস্ত্র আই?নে মামলা করা হ?য়ে?ছে।

চাঁদপুর প্রতিনিধি জানান, কক্সবাজার জেলার টেকনাফ থানার ৫ মাদক বিক্রেতাকে ৫০০০ হাজার ইয়াবাসহ চাঁদপুর সদরের হরিণা ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

এর আগে বুধবার ভোরে সদরের হানারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিণা ফেরিঘাট এলাকার জাহিদ হোটেলের সামনে পাকা রাস্তার ওপর হতে তাদের গ্রেপ্তার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতারা হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নুরুল আলমের ছেলে মো. দেলোয়ার (৪৩), সাতঘরিয়া পাড়ার হাজী কালা মিয়ার ছেলে ফয়েজ উদ্দিন হারিছ (২৮), কারাংখালী পূর্ব পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে রেদোয়ান (২৫), পূর্ব সাতঘরিয়াপাড়ার নয়াবাজার এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে সোনা মিয়া (৩৫) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. মিজান (২১)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রেতারা জানায়, তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদকব্যবসায়ী ও সেবনকারীদের কাছে অবৈধভাবে বিক্রি করে আসছিল।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার লক্ষ্ণীপুর এলাকার একটি বাড়ির ভেতরে জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো লক্ষ্ণীপুর গ্রামের উসমান গণির ছেলে ফারুক (৩৪), আকবর হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪২), আলী আকবরের ছেলে হাফিজুল ইসলাম (২৯), বারমারী গ্রামের ছমেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও সাতাশি গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে মো. ইসলাম (৩৪)।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোর্পদ করা হয়েছে।

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ধোবাউড়া থানার গলইভাঙ্গা গ্রামের মৃত আবুল কালামের ছেলে নাজমুল হোসেন, জামাল উদ্দিনের ছেলে আলী হোসেন ও আব্দুল আলিমের ছেলে মামুন মিয়া।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উত্তর খয়রাকুড়ি গ্রামের হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সিএনজি স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় আমদানি নিষিদ্ধ ১২ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় জানান, গ্রেপ্তারকৃত ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীর পাঙ্গাসীপাড়া গ্রাম থেকে দুইজনকে গ্রেপ্তার করেছের্ যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭৮ পিস ইয়াবা।র্ যাব-১২ গাংনী ক্যাম্পের একটি দল গত মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলো মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের ইউনুছ আলীর ছেলে রিন্টু বিশ্বাস (৩৫) ও একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাইদ আহম্মেদ (৩৩)।র্ যাবের দাবি এরা চিহ্নিত মাদক পাচারকারী।

র্

যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, তাদেরকে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে দুই মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই আসামির নাম আজিম মিয়া (৪৫)। তিনি বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর গ্রামের কাউসার আলীর ছেলে।

বকশীগঞ্জ থানার ওসি সোহের রানা জানান, দুইটি সিআর মামলায় আজিমকে আদালত চার বছরের সাজা ও ১৪ লাখ টাকা আর্থিক জরিমানা করেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে