পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার বাংলাদেশ-ভারত সীমান্তের মাধুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণের বার দুটি জব্দ করে বিজিবি।
উদ্ধার হওয়া বার দুটির ওজন ২.১২৬ কেজি। যার বাজার মূল্য এক কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা। এ নিয়ে মোট ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর একই বিওপির আওতাধীন প্রধানপাড়া সীমান্ত এলাকায় ভারতে পাচারের সময় ১৯টি স্বর্ণের বার সহ জুয়েল (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি।
বুধবার ঘাগড়া বিজিবি ক্যাম্প চত্বরে সংবাদ সম্মেলন করে বিজিবি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম এ তথ্য জানান।