শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বরিশাল শেবাচিম হাসপাতালে অগ্নিকান্ড

বরিশাল অফিস
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বরিশাল শেবাচিম হাসপাতালে অগ্নিকান্ড

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) দ্বিতীয় তলার এক্স-রে বিভাগে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এক্স-রে বিভাগের করিডোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, 'খবর পেয়ে দু'টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদু্যতিক তার অথবা কোনো গোলযোগ থেকে এখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।'

এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিটি রুম ও যন্ত্রের খোঁজখবর নিয়ে দেখেছেন। তবে বাইরে থাকা এসি ছাড়া ভেতরের কোনো যন্ত্রের ক্ষতি হয়নি বলে জানান তারা।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, 'আগুন নিয়ন্ত্রণের পর আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন হাসপাতালের ওই বিভাগ ছাড়া সব স্থানে বিদু্যৎ সরবরাহ ঠিক আছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে