হিমাগার থেকে আলু না আসায় মেহেরপুরের গাংনীর হাটবাজারগুলোতে দেখা দিয়েছে আলু সংকট। ভিন্নপথে আসা কিছু আলু খুচরা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। সরকারি মূল্যে হিমাগার থেকে আলু বিক্রি না করায় মেহেরপুরের পাইকার ব্যবসায়ীরা আলু বিক্রি করছেন না। যার বিরূপ প্রভাব পড়ছে খুচরা বাজারে। সংকট থাকায় এ আলু বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিতে। ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গাংনীর দুটি কাঁচা বাজারের মাধ্যমে জেলার বিভিন্ন হাটবাজারে আলু সরবরাহ করা হয়। এখানকার আড়তদাররা উত্তরবঙ্গের কয়েকটি জেলার হিমাগার থেকে আলু সংগ্রহ করে জেলার চাহিদা পূরণ করেন।
গেল ১৪ সেপ্টেম্বর আলু, পেঁয়াজ ও ডিমের পাইকারি এবং খুচরা দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। স্থানীয় বাজারে নির্ধারিত দরে এসব কৃষিপণ্য বিক্রি করতে নির্দেশনা দিয়েছেন কৃষি বিপণন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে হিমাগারগুলো সরকার নির্ধারিত আলুর দাম মানছেন না। তাই জেলার পাইকার ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু আনা বন্ধ করে দিয়েছেন।
গাংনী বাজারের সবজি আড়তদার সাহাদুল ইসলাম জানান, সরকার আলুসহ কয়েকটি জিনিসের মূল্য নির্ধারণ করে দেওয়ায় হিমাগার থেকে আলু সরবরাহ করছে না। সরকারের বেঁধে দেওয়া দর মানতে তারা নারাজ। ফলে বাজারে আলুর সংকট দেখা দিয়েছে। সোমবার বামন্দী ও মঙ্গলবার গাংনী হাটে দেখা গেছে, ব্যবসায়ীদের চটে আলু নেই। দুয়েকজনের কাছে আলু পাওয়া গেলেও তার দাম চড়া। বাজারে আলুর কেজি ৫৫ থেকে ৬০ টাকা। আলু সংকটের কারণে দাম বেড়েছে।
হেমায়েতপুরের আলু ব্যবসায়ী মনিরুল জানান, আলু সরবরাহ না থাকায় বাজারে পড়েছে বিরূপ প্রভাব। বিশেষ ব্যবস্থায় গোপনে আসা আলু বিক্রি হচ্ছে অনেক বেশি দরে। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে যারা সরকারি দরে বিক্রির আশায় রয়েছেন তারা আলু না পেয়ে পড়েছেন চরম বিপাকে। একই কথা জানালেন বামন্দী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ইন্তাজুল ও রহিম উদ্দীন।
মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, সরকার নির্ধারিত ৩৫-৩৬ টাকা দরেই আলু বিক্রি করতে হবে। ব্যবসায়ীরা যে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন তা অচিরেই দূর হবে বলে আশা করছেন তিনি।