বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

হবিগঞ্জে স্কুলছাত্রী জেরিন হত্যাকান্ডে দুইজনের ফাঁসি

হবিগঞ্জ প্রতিনিধি
  ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

হবিগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী জেরিনকে হত্যার দায়ে দুই যুবককে ফাঁসি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক সুদীপ্ত দাস এ রায় ঘোষণা করেন।

মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামিরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের দিদার হোসেনের ছেলে জাকির হোসেন (২৪) ও পাটুলী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে নূর আলম (২২)।

রায় ঘোষণার সময় জাকিরকে কারাগার থেকে এনে আদালতে উপস্থিত করা হয়। এছাড়া অন্য আসামি নূর আলম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ জানুয়ারি নূর আলমের সিএনজি চালিত অটোরিকশায় উঠে বিদ্যালয়ে যাচ্ছিল জেরিন। পথে অটোরিকশায় ওঠেন জাকির। পরে স্কুলের সামনে মেয়েটিকে নামিয়ে না দেওয়ায় সে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে গাড়ি থেকে পড়ে মাথায় আঘাত পায় ও পরদিন হাসপাতালে মৃতু্য হয় তার। এ ঘটনায় জেরিনের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন।

\হ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে