'যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল, বর্তমান সরকার সেই বৈষম্যের সৃষ্টি করেছে' বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
শনিবার বিকালে কুমিলস্নার তিতাসে কুমিলস্না (উত্তর) জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, 'পাকিস্তান সরকারের শাসনামলে আমরা বৈষম্যের শিকার ছিলাম, সেজন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করে, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।'
কুমিলস্না (উত্তর) জাতীয় পার্টির আহ্বায়ক ও কুমিলস্না-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুল হক চুন্নু। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুর ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির ও মোস্তফা আল মাহমুদ প্রমুখ।