নাশকতা মামলায় গাজীপুরে জামায়াত-শিবিরের ৯, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জামায়াতের আট, বগুড়ার নন্দীগ্রামে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণ মামলায় আট এবং নওগাঁর সাঘাটা ও ফুলছড়িতে বিএনপির দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়াও, মাদক ও ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই, ঠাকুরগাঁওয়ে তিন এবং নওগাঁর মহাদেবপুরে একজন গ্রেপ্তার হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার তেলিপাড়া থেকে জামায়াত-শিবিরের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মহানগরের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতাল ঘিরে নাশকতার করার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- গাজীপুর মহানগরের বাসন থানার যোগীতলা গ্রামের মারুফ আহমেদ (১৮), পূর্ব চান্দরা গ্রামের রিফাত হোসেন (১৮), মহানগরের সদর থানার সামন্তপুর গ্রামের রাশেদুল ইসলাম (২৩), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কায়েতপাড়া গ্রামের ইসমাইল হোসেন (১৫), ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানার শাহবাজপুর গ্রামের ইমাম হোসাইন (১৭), গাজীপুর মহানগরের ভোগড়া জুম্মাপাড়া গ্রামের জোবায়ের (১৯), ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার দক্ষিণ কৈইখালী গ্রামের জামিল উদ্দিন রিফাত (১৮), গাইবান্ধা জেলার সাঘাটা থানার শ্যামপুর গ্রামের মাজদার রহমান (৩৫) ও খুলনা জেলার পাইকগাছা থানার শ্রীকষ্ঠপুর গ্রামের রহমত আলী (৩৩)।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সোমবার সকালে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় থেকে জামায়াতের মিছিল থেকে আট কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের ফজলুল হক (৬০), আব্দুল করিম (৭০), মিনহাজ (৪৫), আমিরুল ইসলাম (৪৫), এনামুল হক (২৩), আমিনুর রহমান (২১), আরিফুল ইসলাম (২১) ও সাব্বির রহমান (১৯)। গ্রেপ্তারদের সোমবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রামে ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ৮০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাকচালক ফয়সাল আলম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় এই মামলা করেন। সোমবার নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন বলেন, ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তাররা হলেন- পৌর বিএনপির সহ-সভাপতি আজিজুল হক রুবেল (৪৫), প্রচার সম্পাদক মজনু মিয়া (৫৫), বিএনপিকর্মী হাবিবুলস্নাহ (৩৬), জাকির হোসেন (৩১), একরামুল হক (৩০), শিবির কর্মী আব্দুল আউয়াল (২৪) রুবেল হোসেন (২৭) ও সেলিম হোসেন (৩৭)।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার সাঘাটা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদককে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- সাঘাটা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম বাদল (৪৫) ও ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল ইসলাম (৪৬)। নাশকতার মামলায় বোনার হেডকোয়টার মসজিদ থেকে নামাজ পরে বের হওয়ার সময় শহিদুলকে ও কালিরবাজার নিজ ব?্যবসা প্রতিষ্ঠান থেকে ইকবালকের গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫৬ কেজি গাঁজার একটি চালানসহ শাহাজালাল (৪৫) ও মাজেদা বেগম ওরফে রূপসী (৪০) নামে দম্পতিকে গ্রেপ্তার করেছের্ যাব-১১ এর একটি আভিযানিক দল। গত রোববার মধ্য রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ওই গ্রামেরই বাসিন্দা এবং দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়।
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুরে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলায় মো. সাগর (১৯) নামে এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে হরিপুর থানা পুলিশ। সাগর হরিপুর উপজেলার চার নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের করিমুল হকের ছেলে ও দেহট্র-বীরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা যায়, গত রোবরার উপজেলার দামোল গ্রামের সানু বেগমের বাড়িতে ভিকটিমকে সুকৌশলে ডেকে জোরপূর্বক ধর্ষণ করে অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে সাগর। ভিকটিম বাড়ি গিয়ে তার মা-বাবাকে ঘটনাটি বলে। পরে তার বাবা বাদী হয়ে হরিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সাগরকে সোমবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে হরিপুরে ২৫ বোতল ফেনসিডিলসহ কাজল আক্তার ওরফে ককটেল (১৮) ও মো. সোহাগ (১৯) নামে দুই মাদক ব?্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাজল আক্তার ওরফে ককটেল উপজেলার এক নম্বর গেদুরা ইউনিয়নের মরাধার (দক্ষিণতলা) গ্রামের জমশেদ চৌধুরীর ছেলে ও সোহাগ একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
তাদরে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার তাদের ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুরের বহুল আলোচিত চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়েরের ১৮ দিন পর অবশেষে অভিযুক্ত নিপেন চন্দ্র বর্মণ ভুট্টু (৪০) গ্রেপ্তার হয়েছেন। সোমবার উপজেলা সদরের মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভুট্টু উপজেলার হাতুড় ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে। গত ৩১ অক্টোবর বিকালে শিশু ধর্ষণ চেষ্টার এ ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে গত ২ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ। মামলা নম্বর-২।