দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে নৌকা প্রতীকে লড়তে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
গত রোববার চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামানের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিন সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃতু্য সিনিয়রসহ সভাপতি মরহুম অ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরীর পুত্র। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
এ ব্যাপারে চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী বলেন, 'একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমিও স্বাধীনতার বাহক বাংলাদেশ আওয়ামী লীগের অংশ হতে চাই। আওয়ামী লীগের মনোনয়ন পেলে এবারও বিপুল ভোটে জয়লাভ করব।'