শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

সরিষাবাড়ীতে ট্রেনে আগুন:৮১ জনের নামে মামলা গ্রেপ্তার ১১

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০
সরিষাবাড়ীতে ট্রেনে আগুন:৮১ জনের নামে মামলা গ্রেপ্তার ১১

জামালপুরের সরিষাবাড়ীতে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জেলা বিএনপির সভাপতিকে প্রধান আসামি করে ৮১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশ এ মামলায় গত রোববার রাত অবধি ১১ আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সরিষাবাড়ী রেল স্টেশন এলাকায় গত শনিবার রাতে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সরকারি সম্পদে আগুন দিয়ে বিনষ্ট করার অভিযোগে গত রোববার রাতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে প্রধান করে ৮১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে। আসামিদের মধ্যে ৪০ জনই অজ্ঞাত। মামলার এজাহার নামীয় আসামি ৪১জন।

এ মামলায় জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খানসহ ১১জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মুনছের আলী (৩৬), বাবু মিয়া (৫৫), রমজান আলী (৩৫), রেজাউল করিম (৪৫), নজরুল ইসলাম (৩২), সুজন মিয়া (৩৪), রাজা মিয়া (২৬), আশিক মিয়া (১৯), মোরাদ হাসান (২৩), মোশারফ হোসেন ওরফে আকাশ (২৫)।

এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলজার হোসেন সাংবাদিকদের জানান, সরিষাবাড়ীতে যাত্রীবাহী ট্রেনের বগিতে দাহ্য পদার্থ দ্বারা আগুন লাগিয়ে কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ নষ্ট করার অপরাধে পুলিশ বাদি হয়ে জেলা বিএনপির সভাপতিকে প্রধান আসামি করে মামলা করেছে। গ্রেপ্তার আসামিদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অন্যদিকে সরিষাবাড়ী হতে ঢাকাগামী আন্ত:নগরসহ সকল ট্রেনে যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে