বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

সচেতনতায় প্রচারণা

ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে ইভটিজিং, বাল্যবিয়ে ও মাদকাসক্তি প্রতিেিরাধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের রোকউদ্দীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদানসহ প্রত্যেক শ্রেণিকক্ষে প্রচারণামূলক স্টিকার লাগান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী মোর্শেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, প্রধান শিক্ষক আমিনুল হক প্রমুখ।

গ্রন্থাগার উদ্বোধন

ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার ফলক উন্মোচন ও ফিতা কেটে গ্রন্থাগারের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বরকোটা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ডক্টর কামাল উদ্দীন আহমদ। এ সময় কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, প্রাক্তন অধ্যক্ষ হোসেন আলী সরকার, পরিচালনা পর্ষদের দাতা সদস্য বিলস্নাল হোসেন ভূঁইয়াসহ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংলাপ অনুষ্ঠিত

ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় 'অধিকার এখানে এখনই' প্রকল্পের উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা অধিকার বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক এম এ এরশাদ। বক্তব্য দেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এরিয়া কো-অর্ডিনেটর জিলস্নুর রহমান। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন প্রকল্পের ডিওয়াই এম শিখা রানী, সাংবাদিক কাজি আবদুলস্নাহ, আব্দুল লতিফ মোড়ল, সুব্রত কুমার ফৌজদার, রফিকুল ইসলাম, মাহাবুর রহমান ও সুজিত মলিস্নক।

মৃতু্যবার্ষিকী পালিত

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজলের প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মৃতিচারণ করা হয়েছে। গত রোববার রাতে দুর্গাপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদারের সঞ্চালনায় সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করেন দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক তোবারক হোসেন খোকন, মাসুম বিলস্নাহ, রাখী দ্রং, ডা. কামরুল ইসলাম, ধনেশ পত্রনবীশ প্রমুখ।

বসতঘরে অগ্নিকান্ড

ম জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

জুরাছড়ি উপজেলার সামিরা বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকান, একটি কাচা ঘর ও দু'টি মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর ৪টার দিকে চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে ধারণা এলাকাবাসীর। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবার।

সকালে ইউএনও মোহাম্মদ রহমত উলস্নাহর নেতৃত্বে ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন। এছাড়া পৃথকভাবে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানার ওসি আব্দুস সালাম এলাকা পরিদর্শন করেন।

প্রস্তুতি সভা

ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

কচুয়ায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত সভায় কচুয়া ইউএনও রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, কচুয়া থানার ওসি মহাসিন হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ।

সভা অনুষ্ঠিত

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ্‌ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া প্রমুখ।

চেক হস্তান্তর

ম রংপুর প্রতিনিধি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের 'কিক মেকস দ্যা ডিফারেন্স' প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে চেক প্রদান করেন উপাচার্য প্রফেসর ডক্টর হাসিবুর রশীদ।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর ডক্টর সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ডক্টর মজিব উদ্দিন আহমদ, কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর শফিকুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোরশেদ হোসেন, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন ডক্টর আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর আর এম হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাব নির্বাচন

ম নরসিংদী প্রতিনিধি

গত রোববার অনুষ্ঠিত হয়েছে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। এতে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মো. নুরুল ইসলাম ও একাত্তর টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যরা হলেন- সহ-সভাপতি যথাক্রমে বাদল কুমার সাহা, মশিউর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন ভূঁঞা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য কাজী আনোয়ার কামাল, বদরুল আমীন চৌধুরী ও শফিকুল ইসলাম।

বসতঘরে আগুন

ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসহায় বিধবা সুবতারা বেগমের শেষ সম্বল বসতঘরটি আগুনে পুড়ে গেছে। স্বামীর দেওয়া এ ঘরটিই ছিল তার শেষ ঠিকানা। রাতের আঁধারে ভয়াবহ আগুনে ছাই হয়ে যায় সুবতারার স্বামীর দেওয়া ঘর। গত শনিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া খালপাড় এলাকায় এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুনে সুবতারা বেগমের ঘরে থাকা ফ্রিজ, টিভি, শোকেস, খাট, সোফা, টাকাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

উঠান বৈঠক

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত গাজীপুর-২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে এ বৈঠক হয়। সোমবার ৪৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক বজলুর রশিদের সভাপতিত্বে এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈঠকে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতা উলস্নাহ মন্ডল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, প্রধান শিক্ষক জাবেদ ইকবাল প্রমুখ।

সমন্বয় সভা

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া, সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ।

অ্যাডভোকেসি সভা

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

সোমবার সকালে রাঙামাটির রাজস্থলীর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মেডিকেল অফিসার এম সি এইচ ডা. দ্বীপায়ন দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লীলা চাকমা, এস আই ইউসুফ আলী, মাঠ সেবিকা আইরিন আকতার, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অংথোয়াইচিং মারমা।

ত্রাণসামগ্রী বিতরণ

ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেড় শতাধিক অসহায় প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত রোববার রুপসপুর কার্যালয়ে দ্বীন ত্রাণ বিতরণ কেন্দ্রে এলাকার ১৫৩ জনকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়া উদ্দীন কোরেশী, কুঠি মিয়া, ব্যবস্থাপক সত্যেন্দ্র সিনহা, সাংবাদিক এম এ রাকিব, শফিকুল ইসলাম রুম্মন প্রমুখ।

অ্যাডভোকেসি সভা

ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

পরিবার কল্যাণসেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনার উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন- রূপগঞ্জ ইউএনও ফয়সাল হক। বক্তব্য রাখেন- উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এম সি এইচ -এফ পি) ডা. শভাগত সাহা ও ডা. জুহি জান্নাত জীম।

উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোলস্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, কৃষি অফিসার ফাতেহা নুর প্রমুখ।

আইনশৃঙ্খলা সভা

ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, এসি ল্যান্ড তাসনিমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম ইউপি প্রমুখ।

বিনামূল্যে ধানের বীজ

ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড) আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব কৃষকদের বীজ তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

সভা অনুষ্ঠিত

ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউএনও কাবেরী জালালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদির ভূঁঞা, সান্দিকোনা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, গড়াডোবা ইউপি চেয়ারম্যান সোহাগ মিয়া, প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

মতবিনিময় সভা

ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা মহিলা কলেজের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন- ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম। প্রধান অতিথি উপস্থিত ছিলেন- ইউএনও আজিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন। বক্তব্য রাখেন- ভাঙ্গা মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মিয়া এনায়েত হোসেন, ইংরেজি বিভাগের দিলীপ দাস, বাংলা বিভাগের অজয় দাস, পদার্থবিজ্ঞানের বিকাশ দাস প্রমুখ।

ডাকাতি সংঘটিত

ম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের বালিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা চান মিয়া মাস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত রোববার রাত ১২টার দিকে এই ডাকাতি সংঘটিত হয়।

চান মিয়া মাস্টারের মেঝ ছেলে মো. মাসুদ জানান, তাদের দোতলা ভবনের পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ৮-১০ জন মুখোশধারি ডাকাত বাসার ভেতরে প্রবেশ করে। নিচতলায় গিয়ে তার বাবা ও মাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর তাদের কাছে স্টিলের আলমিরার চাবি নিয়ে প্রায় তিন লাখ টাকা ও পাঁচ-ছয় ভরি স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায়।

বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ বলেন, খবর পেয়ে রাতেই বাউফল সার্কেলের সিনিয়র এএসপি, বাউফল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রকল্প সমাপনী

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সিড্‌স প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে সমাপনী সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। মেরুরচর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সমাপনী সভায় সভাপতিত্ব করেন- মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক। সভায় বিগত ৫ বছরের অগ্রগতি উপস্থাপন করেন সিড্‌স প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন ইউপি সচিব সুলতান মাহমুদ, ইউপি সদস্য জাহিদুল ইসলাম মঞ্জুসহ এনজিও প্রতিনিধি, প্রাণিসম্পদ কর্মী ও সুশীলসমাজের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে