শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

হানাদার মুক্ত দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মেহেরপুরে হানাদারমুক্ত দিবসে শহীদ বেদীদে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শামীম হাসান -যাযাদি

নানা আয়োজনে মেহেরপুর, দিনাজপুরের বীরগঞ্জ, নেত্রকোনার দুর্গাপুর ও কুড়িগ্রামের রাজারহাটে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন,র্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

মেহেরপুর প্রতিনিধি জানান, ৬ ডিসেম্বর, মেহেরপুর মুক্ত দিবস। মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে টিকতে না পেরে এদিন এ জেলা ছেড়ে পালিয়ে যায় হানাদার বাহিনী। মুক্ত হয় মেহেরপুর। তাই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলেক্ষে বুধবার সকাল ১০টায় মেহেরপুর মুক্তিযোদ্ধা কমপেস্নক্সে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে বর্ণাঢ্যর্ যালি বের করা হয়। পরে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় মেহেরপুর মুক্তিযোদ্ধা কমপেস্নক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসন শামীম হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপর পরিচালক শামীম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, ক্যাপ্টেন আব্দুল মালেক, ইদ্রিস আলী ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।

ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে নানা আয়োজনে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে শহরের জেল রোডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহাম্মদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধারা।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, ৬ ডিসেম্বর বীরগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটির্ যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্ যালি শেষে শহীদের বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে এলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোনয়েম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিমল দাস, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সাবেক যুগ্ম সম্পাদক শামীম ফিরোজ আলম, সাবেক কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, ৬ ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে দিবস পালন করেছে। সকাল ১১টায় উপজেলা চত্বরে সর্বস্তরের অংশগ্রহণে পায়রা উড়িয়ে বর্ণাঢ্যর্ যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভার.) পারভিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ওসি উত্তম কুমার দেব, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাট হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ঠাটমারী বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পূষ্পমাল্য অর্পণ করে। পরে শহীদদের স্মৃতিচারণে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ইউএনও কাবেরী রায়, থানার ওসি আব্দুলস্নাহিল জামান, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী ও প্রেস ক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে