সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বশেমুরকৃবি'র পরিচালক হলেন ডক্টর আমিনুল

গাজীপুর প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডক্টর এ.কে.এম. আমিনুল ইসলাম। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার মজনু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১ জানুয়ারি থেকে তিনি আগামী দুই বছরের জন্য ওই পদে নিয়োগ পেয়েছেন।

এর আগে তিনি তিন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, কৃষি প্রকৌশল বিভাগ, সীড সায়েন্স ও টেকনোলজী ইউনিটের প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রফেসর আমিনুল ইসলাম মালয়েশিয়ার ন্যাশানাল ইউনিভার্সিটি থেকে ক্যামিক্যাল এ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি এবং পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে দেশের ধান, সবজি, তেল ও ডাল জাতীয় ফসলের জাত উন্নয়নে একক এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা চালিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে