সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শিবপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয়

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের একটি ভোট গ্রহণ কেন্দ্র হলো তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে ভোট দিতে ভোটাররা ভয় পান। কারণ বিগত সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বলপূর্বক সিল মেড়ে সব ভোট নিয়ে নেয় দুর্বৃত্তরা। ভোটাররা আর ভোট দিতে হয় না। ফলে এই কেন্দ্রটি সিল মারা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এবার অনেক ভোটাররা বলে বেড়াচ্ছেন আমরা ভোট কেন্দ্রে গিয়ে কি লাভ সব ভোট সিল মেড়ে নিয়ে নেয় নৌকার লোকেরা।

জানা যায়, এই সিল মারাকে কেন্দ্র করে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে এই ভোট কেন্দ্রে মারামারি হয়েছে। এমনকি এই ভোট কেন্দ্রের সব ভোট নৌকায় সিল মারার কারণে কেন্দ্রর ফলাফল বাতিল করা হয়েছিল। এই কেন্দ্রের ভোট গণনার অন্তর্ভুক্ত করা হয়নি। অভিযোগ উঠছে আসছে ৭ তারিখ সংসদ নির্বাচনেও কেন্দ্র দখল করে নেবে এমন গর্জন দিচ্ছে কেউ কেউ। ফলে ভোটাররা আতংকিত হচ্ছেন। এমতাবস্থায় এই ভোট কেন্দ্রে নিরাপদে ভোট প্রদানের বিশেষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের কাছে আহ্বান জানিয়েছেন কেন্দ্রের ভোটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে