রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

এমপি সবুরের সঙ্গে আইইবি প্রকৌশলীদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
  ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
এমপি সবুরের সঙ্গে আইইবি প্রকৌশলীদের মতবিনিময়
কুমিলস্নার আইইবি কেন্দ্রের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় আবদুস সবুর এমপিকে উত্তরীয় পরিয়ে দেন প্রকৌশলীরা -যাযাদি

কুমিলস্না-১ (দাউদকান্দি-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি), বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুরের সঙ্গে মতবিনিময় করেছেন আইইবি কুমিলস্না কেন্দ্রের প্রকৌশলীরা। এ সময় জেলার বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রকৌশলীরা এমপি সবুরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

রোববার দুপুরে আইইবি কুমিলস্না কেন্দ্র মিলনায়তনে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল বাশারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী রহমত উলস্নাহ কবির, প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী আবদুল লতিফ, কুমিলস্না প্রেস ক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান।

1

এ সময় এমপি সবুর সবাইকে ধন্যবাদ জানিয়ে তার নির্বাচনী এলাকাসহ জেলার উন্নয়নে প্রকৌশলী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে