বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শান্তিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনুর আলীর দাফন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
শান্তিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনুর আলীর দাফন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বাদুলস্নাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুনুর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সুনুর আলী বার্ধক্যজনিত কারণে রোববার সকালে নিজ বাড়িতে মৃতু্যবরণ করেন। মৃতু্যকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

বিকালে উপজেলার পঞ্চগ্রাম কাড়ারাই মাদ্রাসা সংলগ্ন মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিজের গ্রামের কবরস্থানে তার দাফন হয়। দাফনের আগে তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম ও গার্ড অফ অনার প্রদর্শন করে।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সুকান্ত সাহা মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির এনাম, মোস্তফা মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে