সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

নীলফামারীতে চালের বাজারে অস্থিরতা নেই মনিটরিং

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
নীলফামারীতে চালের বাজারে অস্থিরতা নেই মনিটরিং

খাদ্যে স্বয়ংসম্পন্ন খ্যাত জেলা নীলফামারীতেও চালের বাজার অস্থির হয়ে উঠেছে। মিলগেটের চেয়ে খোলাবাজারে চালের দর প্রতি কেজিতে ৫ থেকে ৬টা বেশি দরে বিক্রি হচ্ছে। এতে চাল আড়ৎদার ও খুচরা ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন অনেকেই। তবে মিল মালিকরাও এর সঙ্গে জড়িত বলে জানা গেছে।

একটি সূত্র জানায়, চালের দর বৃদ্ধির কলকাঠি নাড়ছেন চাল ব্যবসায়ী, মিলার ও খুচরা ব্যবসায়ী সকলেই। বাজার মনিটরিং না থাকায় দিন দিন আরও অস্থির হয়ে উঠছে এখানকার চালের বাজার।

নীলফামারী জেলা সদরের একটি বড় চাল মিলের ম্যানেজার জানান, 'মিল গেটে গুটি স্বর্ণ চালের ৫০ কেজির বস্তা ২২শ' টাকা বিক্রি হলেও খোলাবাজারে তা বিক্রি হচ্ছে ২৫শ' থেকে ২৬শ' টাকা বস্তা দরে। এছাড়া অন্যান্য চালের বাজার দরও মিল গেটের চেয়ে কেজিতে ৫ থেকে ৬ টাকা বেশি। তবে জেলার সবচেয়ে বড় শাখামাছা বাজারে চালের দাম প্রকার ভেদে কেজিতে ৫ থেকে ৬ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে