বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

'দ্বিধা-বিভক্তি নয় সবাইকে নিয়ে কাজ করব'

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
'দ্বিধা-বিভক্তি নয় সবাইকে নিয়ে কাজ করব'

কোনো দ্বিধা বা বিভক্তি নয়, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

সোমবার গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজার বটতলায় দলীয় নেতাকর্মী ও নাগরিকবৃন্দের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

1

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও বিপুল ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করায় ময়মনসিংহ-১০ আসনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান তিনি।

প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রম্নতিকে অগ্রাধিকার দিয়ে বরাবরের মতো এবারও দক্ষিণ এলাকার টাঙ্গাব ইউনিয়নের অসমাপ্ত গ্রামীণ জনপথের কাজ দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করবেন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে