বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে পুকুর খননকালে পাথরের মূর্তি উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
নন্দীগ্রামে পুকুর খননকালে পাথরের মূর্তি উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননকালে পাথরের একটি কালো মূর্তি উদ্ধার হয়েছে। বর্তমানে মূর্তিটি নন্দীগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছে। জানা গেছে, সোমবার উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের সিরাজুল ইসলামের পুকুর ভেকু দিয়ে খননকালে মূর্তিটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মূর্তিটির ওজন ২০ কেজি ২০০ গ্রাম।

স্থানীয়রা জানান, এর আগেও ওই পুকুর সংস্কারকালে আরও একটি মূর্তি পাওয়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রাচীনকালে সনাতন ধর্মাবলম্বীরা ওই পুকুরে মূর্তি বিসর্জন দিয়েছিল। সেই মূর্তি পুকুর সংস্কার-খননকালে পাওয়া যায়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন জানান, একটি কালো রঙের পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। তবে এটা কি ধরনের পাথরের মূর্তি পরীক্ষা না করা পর্যন্ত বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে