সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে নয়নাল হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাজশাহী অফিস
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাজশাহীতে নয়নাল হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
রাজশাহীতে আওয়ামী লীগকর্মী নয়নাল হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি

রাজশাহী মহানগর আওয়ামী লীগের কর্মী নয়নাল উদ্দিনের হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নিউ মার্কেটের সামনে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল থেকে নয়নালের লাশ উদ্ধার করা হয়। কেন তার মরদেহ ম্যানহোলের ভেতর পড়েছিল। এটি স্পষ্ট একটি হত্যাকান্ড।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজশাহী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুজ্জামান শফিক, আব্দুল ওয়াহেদ খান টিটু, রকি কুমার ঘোষ, মাহমুদ হাসান রাজীব, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মবীন সবুজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে